🏠

The Bright Side



Beautiful Bangladesh. Students of 4th grade writing intently while the teacher is elaborating in the class.

Primary education is so important for any nation, we can even call it "the backbone of a nation". In Bangladesh, all citizens must undertake twelve years of compulsory education which consists of eight years at primary school level and four years at high school level. Primary and secondary education is financed by the state and free of charge in public schools.

According to the survey of 2018, Bangladesh has more than 6 thousand govt. primary schools (Source: Wikipedia). The govt. has taken some good initiatives to improve the primary education system like: All govt. primary schools will be multi story building with modern privileges for the students and the main rood that connected to the school must be paving (pitched road).

But still, some students unfortunately falls off from their study, some parents still thinks that earning money is better than going to school. So, still there some "child-labor" in the country. Bangladesh is in the verge of great opportunity to have progress. We're not any poor country anymore, we're on the path of developing country now. Poverty cannot be an obstacle to children's education. I think it's time to re-decorate our mentality for our children so that they can get outstanding education quality to raise brightly.

The class room you can see in this picture is from a Non-govt. primary section in Thakurgaon district called Police Line High School & College. I photographed it when we were celebrating "the photography day". It was organized in the event while I was designing their official website. It's a simple picture, really. There were other students too. I tried to pop it up by turning into black-and-white, vignetting a bit and played with light & shadow. Please comment on social media if you like my work.

বাংলাদেশ সুন্দর । ৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা মনযোগ দিয়ে লিখছে যখন শিক্ষক তাদের ক্লাশে বিস্তারিত ভাবে পড়া বুঝিয়ে দিচ্ছেন।

প্রাথমিক শিক্ষা কোন জাতির জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা এটিকে "একটি জাতির মেরুদণ্ড" বলতে পারি। বাংলাদেশে সকল নাগরিককে অবশ্যই বারো বছরের বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে হবে যা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আট বছর এবং উচ্চ বিদ্যালয় পর্যায়ে চার বছরে অন্তর্ভুক্ত। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বিনামূল্যে সরকারী বিদ্যালয়সমূহে সরকার কর্তৃক পরিচালিত হয়।

২০১৮ সালের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে ৬ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে (সুত্র: উইকিপেডিয়া)। সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বেশ কিছু ভালো উদ্যোগ গ্রহণ করেছে। যেমন: সকল সরকারী প্রাইমারি ও মাধ্যমিক স্কুল গুলো শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যবস্থা সম্পন্ন বহুতল ভবনের হবে এবং বিদ্যালয়ের সাথে সংযোগ সড়ক পাকা হবে।

তবে দুর্ভাগ্যক্রমে এখনও কিছু শিক্ষার্থী তাদের পড়াশুনা থেকে ঝরে পড়ছে। কিছু অভিভাবক এখনও মনে করেন যে স্কুলে যাওয়ার চেয়ে অর্থ উপার্জনই ভাল, কারণ তারা গরিব। সুতরাং, এখনও দেশে কিছু "শিশুশ্রম" রয়েছে। বাংলাদেশ এখন এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগের দ্বারপ্রান্তে। আমরা এখন কোন দরিদ্র দেশ নই, আমরা উন্নয়নশীল দেশের পথে রয়েছি। দারিদ্রতা শিশু শিক্ষার প্রতিবন্ধক হতে পারেনা। আমি মনে করি, আমাদের সন্তানদের প্রতি আমাদের মানসিকতা পুনরায় জাগ্রত করার সময় এসেছে যেন তারা শিক্ষার সঠিক ও গুণগত মান পেয়ে আরো উজ্জ্বলভাবে বেড়ে উঠতে পারে।

ছবিতে যে শ্রেণিক্ষটি দেখছেন এটি পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও-এর বেসরকারি প্রাথমিক শাখা। ”ফটোগ্রাফি ডে” পালন করার দিন ছবিটি তুলেছিলাম। আমি যখন তাদের অফিশিয়াল ওয়েবসাইট ডিজাইন করছিলাম তখন সে-উপলক্ষে দিবসটির আয়োজন করা হয়েছিল। খুবই সাধারণ একট ছবি। শ্রেণিকক্ষে আরো শিক্ষার্থী ছিল। কিন্তু ছবিটি আকর্ষণীয় করতে ব্লাক-এন্ড-হোয়াইটে কনভার্ট, ভিন্যেটিং এবং আলো-ছায়া নিয়ে একটু কাজ করেছি। ভালো লাগলে দয়া করে সোস্যাল মিডিয়াতে কমেন্ট করবেন।