Is participating in exam really a matter of panic? Yes, it could be if you don't complete your homework in time. So, within a 24-hour period, the study time should be given the highest priority & should be completed first, the rest of the work later. In the picture, the students of Sukhan Pukhari L.N. Girls High School are participating the mid-term exam. The school situated in Jatibhanga, Thakurgaon district, a remote & rural place in northern Bangladesh.
পরীক্ষায় অংশগ্রহণ করা কি আসলেই আতঙ্কের বিষয়? হ্যাঁ, আতঙ্কের হতেই পারে যদি সময়ের পড়া সময়ে না করা হয়। সুতরাং, ২৪ ঘন্টা সময়ের মাঝে পড়ালেখার সময়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আগে শেষ করতে হবে, বাকি কাজ পরে। ছবিতে দেখছেন অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী সুখান পুখারি এল.এন. বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বিদ্যালয়টি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত ঠাকুরগাঁও জেলা থেকে উত্তর-পূর্বের প্রত্যন্ত এলাকা জাঠিভাঙ্গা ইউনিয়নে অবস্থিত।