A curious young student mimicking my photography from her class room. The learning process is a beautiful thing and creativity is the key to success in the future. We must not underestimate the importance of primary education. It's Thakurgaon. My home district in northern Bangladesh. So, Before joining as a teacher in this beautiful institute Police Line High School & College, I went there to take photographs. I was roaming around the campus, class room to class room. When I was in front of the primary section a beautiful young kid caught my eye. She was staring at me and mimicking that I was shooting from my camera. I found that situation very interesting and took couple of pictures right way. Taking pictures in sudden situation isn't always easy. Crucially when you're using kit-lens gears. Luckily my focus and composition was correct and that made out a beautiful photograph with a beautiful story to remember by.
একজন কৌতূহলী শিক্ষার্থী তার ক্লাস রুম থেকে আমার ফটোগ্রাফি নকল করছে। শেখার প্রক্রিয়া আসলেই সুন্দর একটি বিষয় এবং সৃজনশীলতা হলো ভবিষ্যতে সাফল্যের চাবিকাঠি। সেজন্য প্রাথমিক শিক্ষার গুরুত্বকে কোন ক্রমেই আমাদের অবমূল্যায়ন করা উচিৎ নয়। এটা ঠাকুরগাঁও। বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত আমার নিজ জেলা। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, এই সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে যোগদানের আগে আমি সেখানে ছবি তুলতে গিয়েছিলাম। ছবি তোলার জন্য আমি পুরো ক্যাম্পাস এবং ক্লাস রুম থেকে ক্লাস রুম ঘুরে বেড়াচ্ছিলাম। আমি যখন প্রাইমারি বিভাগের সামনে তখন একটি সুন্দর ছোট বাচ্চা আমার নজর কেড়েছিল। সে আমার দিকে তাকিয়ে ছিল এবং নকল করছিল ঠিক যেভাবে আমি আমার ক্যামেরা দিয়ে শুট করছিলাম। মুহূর্তটি আমার কাছে ভীষণ রোমাঞ্চকর মনে হলো এবং সাথে সাথেই আমি কয়েকটি ছবি তুলে ফেললাম। আকস্মিক পরিস্থিতিতে ছবি তোলা সবসময় সহজ হয় না। বিশেষ করে যখন আপনি কিট-লেন্স গিয়ার ব্যবহার করছেন। ভাগ্যক্রমে আমার ফোকাস এবং কম্পোজিশন ঠিক ছিলো যা মুহূর্তটিকে মনে রাখার মতো সুন্দর একটি ছবি ও গল্প তৈরি করেছে।